পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে ৬জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়ন দাখিল করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা চত্বরে প্রার্থীরা সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে মনোনয়ন জমা দেন নির্বাচন অফিসারের কার্যালয়ে।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ জিলহাজ উদ্দিন জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম, বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৈয়ব আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজুর রহমান মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিল পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়ন দাখিল করেন। জেলা নির্বাচন অফিসার আরও জানান, আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।