সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে সিনিয়র অফিসারদের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৫৭ পূর্বাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত ৯ম গ্রেড হতে তদ‚র্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের সিনিয়র অফিসারগণের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় হাবিপ্রবির আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ লড়াই সংগ্রাম করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার সরকার গঠনের পর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করেন, এ লক্ষ্যে তিনি শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেন। ২০১৬ সাল থেকে প্রশাসনিক ব্যবস্থায় শুদ্ধাচার চর্চা শুরু হয়। তিনি বলেন, উদাহরণস্বরূপ শুদ্ধাচারের অংশ হিসেবে টেন্ডার, কেনাকাটা ও ভ‚মি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা হয়েছে। এর সুফল আমরা পেতে শুরু করেছি, দুর্নীতি অনেক কমে গেছে।
তিনি আরও বলেন, শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মক্ষেত্রে যার যার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা, আপনাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। আপনাদের অধিনস্থরা কত সফল ভাবে কাজ করবে, সেটি আপনাদের উপর নির্ভর করবে। তিনি বলেন ৯ম গ্রেড হতে তদ‚র্ধ্ব গ্রেড পর্যন্ত সরকারি চাকুরীজীবীদের অফিসের নিদৃষ্ট কোন সময়সীমা নেই, আমাদের প্রত্যেকের ২৪ঘন্টাই দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আপনারা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেন তাই সকলের নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রী ৭৬ বছর বয়সে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন এর থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। পরিশেষে এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য তিনি আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রায় ৩ মাস পর উত্তোলন শুরু

বীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়রে প্রাননাশরে হুমকি প্রর্দশন করে জমি জবরদখল করে চাষাবাদ, থানায় অভযিোগ

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে মারপিটের অভিযোগে মামলা

ডেমক্রেসিওয়াচ ত্রৈমাসিক সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান

পীরগঞ্জে ৪টি ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল মালবেরি চাষে সফলতা

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার  মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার