রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে রাবার বুলেট ছুড়ে জনতার রোষানল থেকে কুখ্যাত মোটর সাইকেল চোরকে উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৭, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ মোটর সাইকেল চুরির ৪৫ মামলার আসামী উত্তরবঙ্গের কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাককে জনতার রোষানল থেকে উদ্ধার করতে কমপক্ষে ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। এতে ৪ পুলিশ সহ ১০/১২ জন আহত হয়েছে। শনিবার রাত ১২ টার দিকে পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, শনিবার রাতে তারাবী নামাজের সময় পীরগঞ্জ পৌর শহরের ঐ মসজিদ থেকে একটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় কুখ্যাত মোটর সাইকেল চোর পাশ^বর্তী রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক। মোটর সাইকেল চোর আটকের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে শত শত মানুষের সমাগম ঘটে মসজিদ এলাকায়। এক পর্যায়ে জনতা তাকে মারপিট দিয়ে মসজিদের বাউন্ডারীর ভিতরে একটি কক্ষে আটক রাখে এবং মেরে ফেলতে উদ্দত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, এ এসপি সার্কেল আহসান হাবী, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,পীরগঞ্জ রানিশংকেল থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জনতা কোন কথা না শুনে রাজ্জাককে তাদের হাতে তুলে দেওয়ার জন্য শ্লোগান দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইউএনও এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ চোর রাজ্জাক মসজিদের ভিতরে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে গভীর রাতে জনতাকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ে পুলিশ এবং রাজ্জাককে জনতার কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জনতার ইটপাটকেলে আহত হয় ৪ পুলিশ সদস্য। রাবার বুলেটের আঘাতে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাজ্জাকের নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫টি মামলা রয়েছে। তাকে ছাড়িয়ে নিতে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। জনগনকে ছত্রভঙ্গ করতে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। রাজ্জাককে আদালতে সোর্পদ্দ করে রিমান্ড চাওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল- প্রশাসন না থাকলে জনগন রাজ্জাক চোরকে পিটিয়ে মেরে ফেলত। জানি রাজ্জাক অপরাধী। তার পরও প্রশাসনের উপস্থিতিতে তাকে মেরে ফেলা আইন বহির্ভূত। এজন্য তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করতে রাবার বুলেট ছুড়ে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পুকুরের মাছ বিক্রির টাকা বণ্টন

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকান্ডে ৪ জনের নামে মামলা, আটক- ৩

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

অধ্যাপক মুহম্মদ মহসীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা

আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা