হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৮ এপ্রিল) হরিপুর উপজেলা প্রেসক্লাব হলরুমে ৪নং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে পাঞ্জাবি ও নগদ অর্থ প্রদান করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজ সেবক মুঞ্জুর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ।