ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌঃ মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।
১৩ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬ টায় সড়ক সার্কেল দিনাজপুরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আইইবি সদর দপ্তর এর ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোর্শেদ, প্রকৌশলী রিয়াজ আহমেদ ভূইয়া, প্রকৌশলী শেখ আল-আমিন, সহঃ সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
এ ছাড়াও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান ও আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, আইইবি দিনাজপুর কেন্দ্রের স্হানীয় কাউন্সিল সদস্য ও সওজ-দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মুনসুরুল আজিজ, বাপাউবো-দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক প্রকৌঃ মোঃ সফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম তুষার (অবঃ)।
আরো বক্তব্য রাখবেন স্থানীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী মোঃ রইস উদ্দিন মিঞা, প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী মোঃ সৈকত আলী।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের স্হানীয় কাউন্সিল সদস্য ও চীফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌশলী মোঃ জাবেদ আলী।
মতবিনিময় সভার আগে দোয়া মাহফিলে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।