রবিবার , ১ মে ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে মহান মে দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১ মে বুধবার মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত বারোটায় পৌর শহরে অবস্থিত পীরগঞ্জ কেন্দ্রীয় সৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন । পরে কেন্দ্রীয় সৃতিসৌধ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পীরগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে সাবেক সভাপতি আশরাফুল আলম, পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রমিক নেতা আশরাফ আলী বাদশা, পীরগঞ্জ মটর শ্রমিক পরিবহনের সভাপতি আওয়াল মিয়া,সাধারণ সম্পাদক খলিলুর রহমান পলাশ, মটর পরিবহন শ্রমিক লীগের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকল প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে ,দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত পাঠ করান পীরগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও