বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনায় সেতাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে ভড়রা এলাকা হতে মাদক হিসেবে ব্যবহার করা ৬০ পিস ট্যাপেন্টডাল ট্যাবলেটসহ ২ জন কে গ্রেফতার করে দিনাজপুর আদালতে প্রেরণ করেছে।
পুলিশের দায়ের করা এজাহারে জানা গেছে, ২৭ আগষ্ট সন্ধ্যার দিকে সেতাবগঞ্জ পৌরসভাধীন ভড়রা নামকস্থানে আশিক স্টোর এর সামনে হতে মোঃ লিটন ও প্রদীপ দাস কে ৬০ পিস ট্যাপেন্টডাল ট্যাবলেট সহ আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ২৮ আগষ্ট সোমবার সকাল ১১টায় তাদের ৩৬(১)সারনির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। আটককৃত লিটন ভড়রা গ্রামের মৃত নুরল হক এর পুত্র ও প্রদীপ কৃষ্ণপুর গ্রামের সুধীর দাস এর পুত্র।এসআই মোঃ শাহ আলমের নেতৃত্বে উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।