বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৪০তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান এবং ঈদ ফ্রেন্ডসশিপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি-১৯৯৮ব্যাচের আয়োজনে শুক্রবার বীরগঞ্জ সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান এবং ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেপুটি কমিশনার কাষ্টমস এবং এসএসসি-১৯৯৮ ব্যাচের মোঃ পায়েল পাশার সঞ্চালনায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোছাঃ আসমা উল হুসনা মৌসুমী, শিক্ষা ক্যাডারে মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ সাবদারুল ইসলাম, প্রাণী সম্পদ ক্যাডারে আসাদুজ্জামান শুভ, কৃষি ক্যাডারে তৌহিদ-ই-খোদা তাদের শিক্ষা জীবনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মানণা স্মারক তুলে দেয় এসএসসি-৯৮ব্যাচের সদস্যরা। এরআগে ৪টি দলের অংশগ্রহণে ঈদ ফ্রেন্ডসশিপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এসএসসি-২০০৭ব্যাচের স্বপ্নঘুড়ি দল বিজয়ী এবং এসএসসি-২০০০ব্যাচের মিলিনিয়াম দল রানার্স আপ হয়।
এ সময় আয়োজক কমিটিরদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার কাষ্টমস এবং এসএসসি-১৯৯৮ ব্যাচ মোঃ পায়েল পাশা, নীলফামারী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান, পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মিজানুর রহমান, ব্যাংকার মোঃ মাসুদ পারভেজ, শিবরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদি হাসান সজল, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুল ইসলাম পলাশ প্রমুখ।