বিলুপ্ত হওয়া পটচিত্র আঁকার প্রশিক্ষন নিচ্ছে দিনাজপুরের কয়েকশত কমলমতি শিশুশিক্ষার্থীরা। ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি ধারন, লালন,চর্চ্চা ও শিক্ষন করতে বাংলাদেশে প্রথম শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণ দিচ্ছে দিনাজপুর আর্ট একাডেমী।
বিগত দিনে সম্্রাট ও রাজা মহারাজাদের শাসনামলে শাসকেরা কালের গহŸরে হারিয়ে যাওয়া জনপ্র্্িরয় যত ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি, গুণীজন ব্যক্তিত্ব এবং ঐতিহাসিক ঘটনা সমুহকে প্রাকৃতিক রঙের আঁচড়ে পটচিত্রের মাধ্যমে অনন্তকাল ধরে রাখতেন। একই ভাবে পরবর্তী সময়ের শাসকেরাও রাজপ্রাসাদ, জমিদার বাড়িতে পট চিত্রকরদের প্রাকৃতিক রং ব্যবহার করা গল্প,উপন্যাস ও গুণী ব্যক্তিত্বদের কাহিনী নিয়ে পট চিত্রের লালন করতো । কিন্তু বর্তমান সময়ের তথ্য ও প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় সেই সব নিদর্শন হারিয়ে যাচ্ছে । বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম, দুই বাংলার জনপ্রিয় গুনি শিল্পী সত্যজিৎ রায়, কথাসাহিত্যিক ও লেখক হুমায়ূন আহমেদসহ বিশ্বের নন্দিত ব্যক্তিত্ববান গুনি মানুষদের জীবন ও ইতিহাস রং তুলির আঁচড়ে ধরে রাখার প্রচেষ্টা করা হয়। এদের বিগত দিনের ইতিহাস ঐতিহ্য এবং নানান গল্প কাহিনীকে পটচিত্রের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে দিনাজপুর আর্ট একাডেমী ।
দিনাজপুর শহরের প্রানকেন্দ্র বালুবাড়ি মহল্লায় গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে কমলমতি শিশু কিশোরদের আর্ট প্রশিক্ষণ দিয়ে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩ জন শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় ৪ শত শিশু কিশোর শিক্ষার্থী আর্ট প্রশিক্ষণ নিচ্ছে। তারা এই পটচিত্র প্রশিক্ষণ নিয়ে নিজের মধ্যে খুব আনন্দ ও উৎসাহ অনুভব করছে । দিনাজপুর আর্ট একাডেমীতে পটচিত্র প্রশিক্ষণ নিচ্ছে ফুলবাডী, বিরামপুর, বিরল, বীরগঞ্জ ও দিনাজপুর সদরের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক কমলমতি শিশু শিক্ষার্থীরা ।
এব্যাপারে জানতে চাইলে আর্ট একাডেমীর প্রশিক্ষর্নাথীরা জানান, এই শিল্প ও কর্মের মধ্য দিয়ে আমরা দেশ ও বিদেশী অনেক গুনি মানুষদের ইতিহাস ঐতিহ্য ও গল্প কাহিনী জানতে পারছি এবং থরে রাখার জন্য আঁকছি। এসমস্ত গল্প পটচিত্রের মাধ্যমে তুলির আঁচড়ে দীর্ঘদিন ধরে রাখতে পারবো ভেবে নিজেদের মাঝে খুব আনন্দ লাগছে। এখানে আমরা মিক্সড মিডিয়া রং ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটি পটচিত্রের নান্দনিক সৌন্দর্য দিতে পারছি।
পরিচালক ও প্রশিক্ষক আবু সাঈদ রুবেল জানান, দেশ থেকে বিলুপ্ত হওয়া পটচিত্রের শিল্পী গড়ে তুলতে দিনাজপুর তথা বাংলাদেশে তিনিই প্রথম প্রচেষ্টা চালিয়ে আসছেন। এসময় তিনি আরো জানান, বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর,জাতীয় কবি নজরুল ইসলাম,দুই বাংলার জনপ্রিয় শিল্পী ও ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায় ও কথাসাহিত্যিক হুমাযূন আহমেদের জীবন, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে পটচিত্র আঁকছে তার আর্ট একাডেমীর শিশু শিক্ষার্থীরা। ইতিমধ্যেই তার একডেমীর বহু শিল্পী জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে। তিনি চেষ্টা করছেন লেখাপডার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নানামুখী জ্ঞানচর্চার অধিকারী হয়ে দেশ ও জাতির সুনাম বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয় । এজন্য তিনি অভিভাবকদের সুস্থ্য ও সুন্দর মন মানসিকতায় শিশু কিশোরদের আর্দশ নাগরিক হিসেবে গড়ে উঠার সহায়ক ভুমিকা রাখার আহŸান জানান।