বৃহস্পতিবার , ১৯ মে ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে – উদীচী) হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। পরবর্তী সময়ে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ একঝাঁক তরুণ উদীচীর সাথে সম্পৃক্ত হন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী ৬৮, ৬৯, ৭০, ৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। এ সংগ্রাম গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও ছয়টি দেশে শাখা রয়েছে উদীচীর। ২০১৩ সালে এই সংগঠনটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।
বীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বুধবার সন্ধ্যায় পূর্বের রূপালী ব্যাংকের দোতলায় ওই কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে রাজ দেবোত্তর ট্রাস্টের সদস্য বিমল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সাংসদের সদস্য মোঃ রেজাউল রহমান রিজু। পরে বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন সভাপতি, মানিক রায় সাধারণ সম্পাদক, সহ-সভাপতি মোঃ আরমান আলী,সহ-সভাপতি হরিশ চন্দ্র রায় মিঠু,সহ-সভাপতি নূর আলম সিদ্দিকী বাবু, সহ-সভাপতি জয় গোপাল রায়,সহ-সভাপতি অধ্যাপক হেম কুস্মাম রায় ,সহ সাধারণ সম্পাদক ভূপেন রায়,সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন, বীরগঞ্জ সরকারি কলেজের কোষাধ্যক্ষ অধ্যাপক শিপু সাহা,সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম শর্মা, মোঃ জামাল আলী, জহর লাল সাহা,কার্তিক ব্যানার্জী, সদস্য মনোয়ার হোসেন, রতন ঘোষ পীযূষ, শতীশ চন্দ্র বর্মন, বিকাশ ঘোষ, প্রভাষক শারমিন আক্তার, জুই (১) ও জুই(২) সহ ২৫ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদীচী শিল্পী গোষ্ঠী ২১ শে পদক প্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন , অসম্প্রদায়দিক সংগঠন হিসেবে বাংলাদেশসহ বিদেশেও এই সংগঠন বেশ সুনাম অর্জন করেছে। আমরা মনে করি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা উদীচী এর মাধ্যমে আর বেগবান হবে। যদি স্বাধীনতার অপশক্তি আবারও কোনোক্রমে এদেশে ক্ষমতায় আসে, তাহলে এই সংগঠন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন, তাদের বিরুদ্ধে স্বেচ্ছার থাকার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত