শুক্রবার , ৪ ডিসেম্বর ২০২০ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দেড়মাস অনশন করে বিয়ে করলেন প্রেমিক যুগল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৪, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: অনশনের দেড়মাস পর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে এক প্রেমিক যুগলের। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুর বানিয়া পাড়ায় এ বিয়ে সম্পন্ন করে উভয়ের পরিবার।
জানান গেছে, ওই যুগলের নাম দুলালী রানী ও তাপস বর্মন। বিয়েতে সকলের সহযোগিতা ও ন্যায় বিচার পাওয়ায় সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন দুলালী রানীর বাবা অখিল বর্মন।
ঘটনাসূত্রে জানা গেছে, সদর উপজেলার গড়েয়া গোপালপুর বানিয়া পাড়া গ্রামের অখিল চন্দ্র বর্মনের মেয়ে দুলালী রানী গড়েয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। একই গ্রামের পরেশ চন্দ্র বর্মন ছেলে দিনাজপুর পলিটেকনিক্যাল কলেজে পড়ুয়া তাপস চন্দ্র বর্মনের সাথে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে দুলালীকে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাপস।
এক পর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে ছেলের বাবা পরেশ চন্দ্র বর্মন তাদের বিষয়টি মানতে অস্বীকার করেন। পরে দুলালী রানী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গড়েয়ায় একটি ক্লিনিকে সাত দিন চিকিৎসাধীন থাকার পর ভাগ্য ক্রমে বেঁচে যায়। চিকিৎসাধীন অবস্থায় ছেলের বাবা তাদের সম্পর্ক মেনে নিতে রাজি থাকলেও পরবর্তীতে তা আবারো অস্বীকার করেন।
এ অবস্থায় দুলালীর বাবা গড়েয়া স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ অভিযুক্ত তাপসকে হাজির করার জন্য তার পরিবারকে চাপ দিলেও হাজির করতে পারেননি।
আর এ বিষয়টি দুলালী জানতে পারে গত ২৪ সেপ্টেম্বর। আর সেদিন থেকেই তাপসের বাড়িতে গিয়ে আমরণ অনশন শুরু করে। অনশনের কয়েকদিন অতিবাহিত হলেও কোনো সমাধান না হওয়ায় দুলালী রানীর পরিবার থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মামলার ভয়ে পরিবার তাদের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়। সবশেষে ঢাক ঢোল পিটিয়ে বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাসহ গড়েয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাজেদুর রহমান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ জানান, সরকার নতুন করে আইন করায় এ ধরনের ঘটনার সমাধান হচ্ছে পারিবারিক ভাবেই। আমরাও চাই কেউ যেন অন্যায় কাজ করে পার না পায়। নব দম্পতির পারিবারিক জীবন সুখময় হোক একাই আমাদের কামনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

তেঁতুলিয়ায় বর্ণিল আয়োজনে প্রথম সংবিধান ও সমবায় দিবস উদযাপন

ঘন কুয়াশায় চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

এইচ এস সি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত

জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত সাবেক মন্ত্রী, ৮বারের সাবেক এমপি এড. মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

বীরগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না