হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:ঠাকুরগাঁওয়ের হরিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন আদিবাসী পরিবারে আধা পাকা ১০টি বাড়ির ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর মৌজায় আধা পাকা ১০টি আদিবাসী ভূমিহীনদের বাড়ির ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
ভিত্তিপ্রস্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা
সহকারী কমিশনের (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম,উপজেলা প্রকৌশলী মাসুদুল হক,হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আদিবাসী চেয়ারম্যান শুনিরাম হাসদা প্রমূখ।