পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে ঢাকা থেকে নানার মরদেহ এনে দাফনের পরদিনই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাওসিফ আল মাহমুদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তাওসিফ ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। তাওসিফ মোহাম্মদপুর এলাকার ফয়জুর রহমান আইডিয়াল ইন্সিটিটিউট থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অপর ঘটনায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দেড় বছরের শিশু মিনহাজ ইসলাম মারা গেছে।
নিহতের পরিবারের বরাতে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম কুরবানীর ঈদের দিন রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে নানার মরদেহ নিয়ে ঢাকা থেকে তাওসিফ সহ পরিবারের সদস্যরা পঞ্চগড়ে আসেন। গত রোববার দুপুরে স্থানীয় গোরস্থানে মরদেহ দাফন করা হয়। গত সোমবার দুপুরে নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসী পাড়া এলাকায় তালমা নদীতে বড় ভাইসহ আত্মীয় স্বজনদের সাথে গোসল করতে যান তাওসিফ। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনে গভীর হওয়া গর্তে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকা মোঃ মাসুমের ছেলে মিনহাজকে নিজ বাড়ির উঠানে খেলতে দিয়ে বাসার কাজ করছিলেন মা মালেকা বেগম। খেলাধুলার এর পর্যায়ে বাড়ির বাইরে বের হয় মিনহাজ। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার ধার দিয়ে হাটার সময় অসাবধানতাবশত পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে দীর্ঘসময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান নদীর পানিতে গোসল করতে গিয়েন এসএসসি পরীক্ষার্থী ও ডোবার পানিতে পড়ে গিয়ে এক শিশু সহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।