বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৯, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধিকাংশ সময় অফিসে অনুপস্থিত থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
গত ২ জুন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি বোরহান উদ্দিনকে জানানো হয়। পত্র পাওয়ার তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখন পর্যন্ত তিনি জবাব দেননি।
নোটিশে বলা হয়েছে, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অধিকাংশ সময় বিরতিহীনভাবে অফিসে অনুপস্থিত থাকেন বোরহান উদ্দিন। তার অনুপস্থিতির কারণে উপজেলার শিক্ষাব্যবস্থা পরিদর্শনের অভাবে শিক্ষার গুণগত মান ব্যাহত হচ্ছে। দায়িত্ব অবহেলার কারণে তাকে ইতোপূর্বে চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া সঠিক সময়ে তার উপজেলার কোনও তথ্য পাওয়া যায় না, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা আচরণের পরিপন্থী। ইতোপূর্বে তাকে মৌখিক ও পত্রের মাধ্যমে বারবার সতর্ক করা সত্তে¡ও কোনও পরিবর্তন হয়নি। মোবাইলফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’
দিনাজপুর জেলা অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘বোরহান উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। তাকে ইতোপূর্বেও চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হয়েছিল। সম্প্রতি আবারও নতুন করে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখনও জবাব দেননি। জবাব দিলে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া আ’লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

দিনাজপুর খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে এবং এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা বিষয়ক ইন হাউজ প্রোগ্রাম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ।

ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ রোধে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

২রা নভেম্বর পার্বতীপুর পৌর নির্বাচন জমে না উঠলেও পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর

আটোয়ারীতে প্রাণসিম্পদ প্রর্দশনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান