ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলামের সহধর্মীনি লুবনা আফরোজ এবং আরডিসি তমাল হোসেন, এসি ল্যান্ড মোঃ মাজেদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ১৫ জন সহধর্মীনি।
এসময় তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রণজিৎ কুমার সিংহ’র নেতৃত্বে কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, ভবানী শংকর আগারওয়ালা, বিমল চন্দ্র দাস, শ্রী গোপেশ চন্দ্র রায়। অতিথিদের শ্রী শ্রী কান্তজিউ ঐতিহাসিক বিষয়গুলো এবং প্রতিষ্ঠিত রাজাদের সমন্ধে ও মন্দিরের গায়ে খচিত মহাভারত সহ বিভিন্ন ধর্মীয় কর্মকান্ডর বিষয় তুলে আলোচনা করেন কমিটির সদস্য ডাঃ ডিসি রায়। এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি খালেদ মোহাম্মদ জাকী’র সর্বোত্র সহযোগিতায় মন্দিরের কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। এছাড়া স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের সার্বিক সহযোগিতায় তীর্থ ভূমি হিসেবে ধর্মীয় ভক্তদের মঙ্গলে অনেক উন্নয়ন করা হয়েছে। আগামীতে আরোও করা হবে। এই মন্দির দর্শন করতে প্রতিদিন হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও দেশ বিদেশের অনেক পর্যটকেরাও আসছে।