পার্বতীপুর (দিনাজপুর)\ ২রা নভেম্বর পার্বতীপুর পৌরসভা নির্বাচন। এখন পর্যন্ত খুব ভালো জমে না উঠলে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর। তবে দু-একদিনের মধ্যে জমজমাট হয়ে উঠবে নির্বাচনী মাঠ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শহরের আনাচে-কানাচে, শহরতলীতে, গলিতে ও বড় বড় রাস্তাগুলোতে দেখা যাচ্ছে নির্বাচনী পোষ্টারের বহর। নির্বাচনী কার্যক্রম ও প্রচার-প্রচারনা শুরু হয়েছে মূলত ২০ অক্টোবর থেকে। সংরক্ষিত আসন ও সাধারণ আসনের কাউন্সিলর পদপ্রার্থীদের ভোট প্রার্থনাকারী দল ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। এদিকে মেয়র প্রার্থী দুজনও ছুটে বেড়াচ্ছেন শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত, যে যার মতো করে ভোট চাচ্ছেন। পথ সভা হচ্ছে কোন কোন স্থানে। এবারে পার্বতীপুর পৌর নির্বাচনে মেয়র পদে যারা প্রতিদ্ব›িদ্বতা করছেন তাদের মধ্যে নৌকা মার্কা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এবং নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্ব›িদ্ব রয়েছেন ১৮ জন। এবারের পার্বতীপুর পৌর নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। সেখানকার ভোটার সংখ্যা প্রায় ৩৪ হাজার। সব মিলিয়ে পদপ্রার্থী ৬০ জন। নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে বোঝাতে দু-একটি জায়গায় প্রজেক্টরে শর্ট ফিল্ম প্রদর্শন করছেন। প্রার্থীরা এবারে প্রচারণায় দিনক্ষণ ও সময় পেয়েছেন মাত্র ১০ দিনের মতো।