পীরগঞ্জ প্রতিনিধি \ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সরকারের সীমাহীন দুর্দীতি ও খালেদা জিয়ার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার বিকালে শহরের বিএনপি’র অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় পুলিশী বাধায় মিছিল পন্ড হয়ে যায়। পরে সেখানেই সমাবেশ করেন তারা। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, বিএনপি নেতা মঈনুল হোসেন সোহাগ, মামুনুর রশীদ, জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ সভাপতি জয়নাল আবেদিন, যুবদল নেতা আতিকুজ্জামান, ছাত্রদল নেতা সেলিম রেজা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতি দায়ী। এই করোনা মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই সকলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা এবং বেগম থালেদা জিয়ার নিঃশর্তা মুক্তি দাবী করেন।