পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আড়াই’শ পিচ ইয়াবা ও ৬৩০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল-১০০ ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের জামতলা এলাকা থেকে মাদক সহ তাদের আটক করা হয়।
পীরগঞ্জ থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান এবং এএসআই মাহমুদুল হাসান সঙ্গী পুলিশ ফোর্স নিয়ে শহরের রঘুনাথপুরের জামতলী এলাকার মনিরুল ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় ঐ দোকান ঘড়ের ভিতরে থাকা দোকান মালিক উপজেলার সাটিয়া চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত আশিরউদ্দীনের ছেলে মনিরুল ইসলাম, সাটিয়া পশ্চিম পাড়ার ফাকাতুল্লাহর ছেলে আলমগীর হোসেন এবং সদর উপজেলার পূর্ব পারপুগী গ্রামের মৃত গফুর আলীর ছেলে সুয়েল রানাকে আটক করে এবং তাদের দেহ তল্লাসী করে আড়াই’শ পিচ ইয়াবা ও ৬৩০ পিচ ইন্ডিয়ান ট্যাপেন্টাডল-১০০ ট্যাবলেট উদ্ধার করে। পরে মাদক সহ তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।