বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে আলু চাষিরা আলু ক্ষেতের পরিচর্যায় এখন ব্যস্ত সময় অতিবাহিত করছেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বৃহস্পতিবার (১৬জানুয়ারী’২৫) সকাল ১১টার দিকে বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে, আলু চাষিরা ক্ষেতে পরিচর্যা করছেন। আলু চাষিরা জানান, আবহাওয়ায অনুকুলে থাকলে আলুর ভালো ফলন হবে। এদিকে কৃষি বিভাগ মনে করছেন, বর্তমানে আবহাওয়া ভালো থাকায় আলুর ফলনের আশা করছি। বর্তমানে প্রতি কেজি আলু জমি থেকে খুচরা হারে ২২ টাকা থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে ৪ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষাবাদ করা হয়েছে। লক্ষমাত্রা অতিক্রম করছে বলে কৃষি বিভাগ জানায়। এবছর আলুর বীজ ও বিভিন্ন উপকরণের দাম বেশি থাকার পরেও আলু চাষিরা ব্যাপক হারে আলু চাষাবাদ করেছেন। এ কারণে আলু চাষে লক্ষমাত্রা অতিক্রম করেছে। এইসব আলু মধ্যে উচ্চ ফলনশীল জাতের ও স্থানীয় জাতের আলু রয়েছে। গতকাল উপজেলার তারগাঁও ইউনিয়নের হাটিয়ারি, সাহাপুর, বাইশপুর, ও পানিগাঁও সব বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্তমানে মাঠে মাঠে আলু চাষির আলু ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। আবার কেউ বা গাছের গোড়ায় সার দিচ্ছেন, কেউ বা আলুর ক্ষেতের জমিতে পানি দিচ্ছেন, আবার কোনো কোনো আলু ক্ষেতে বালাইনাশক স্প্রে করছেন আলু ক্ষেত রক্ষা করার জন্য। একই ইউয়িনের পাহাড়পুর গ্রামের আলু চাষি কৃষক অনীল চন্দ্র রায় জানান, এখন পর্যন্ত আলুর ক্ষেতে কোনো রকম সমস্যা পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে ২/১ একটি গাছের গোড়া পচন দেখা দিয়েছে। তবে এটার জন্য কৃষি বিভাগ পচন রোধের জন্য স্প্রে দিতে পরামর্শ দিয়েছেন। একই গ্রামের আরেক আলু চাষি সবুজ রায় বলেন, তিনি মানুষের জমি বর্গা নিয়ে আলু চাষাবাদ করেছেন ৩ বিঘা জমিতে। বর্তমানে আলুর চারার বয়স হয়েছে প্রায় ২ মাস এবং ১ মাস পরে আলুগুলো জমি থেকে তোলা হবে। গতবছরের তুলনায় এবছর আলু চাষাবাদে খচর হয়েছে বেশি। তবে আলুর ফলন ভালো হলে লাভ হবে আশা করছেন ওই চাষি। উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ এ প্রতিনিধিকে জানান, বাজারে আলুর বীজের বাজার চড়া থাকার কারণে চাষিরা এবার আলু চাষে বেশি উৎসাহিত হয়েছেন। কেন না গতবছরের তুলনায় এবছর বাজারে আলুর দাম বেশি পেয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। বর্তমানে যে, আবহাওয়া বিরজমান রয়েছে আলুর ফলন ভালো হবে বলে আশা করছি। আলু চাষের ক্ষেত্রে আমাদের দপ্তরে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে আলু চাষিদের সার্বক্ষনিত আলুর ক্ষেত পর্যবেক্ষণ করছেন এবং চাষীদের বিভিন্ন ধরনের প্রয়োজনী পরামর্শ দিয়ে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও