Sunday , 19 June 2022 | [bangla_date]

দিনাজপুরে মত বিনিময় সভায় নাট্য ব্যক্তিত্ব আফসানা মিমি সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে হলে যুব সমাজকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হতে হবে

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও গবেষক আফসানা মিমি বলেছেন, সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে হলে অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকতে হবে এবং যুব সমাজকে আরও বেশি বেশি সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে স্কুল কলেজসহ গ্রামে গঞ্জে স্থানীয় প্রেক্ষাপটের বিষয় নিয়ে পথ নাটক, কবি গানসহ জাতীয় অনুষ্ঠানে আমাদের সন্তানদের ব্যস্ত রাখতে হবে। মোবাইল ফোনের নেশা থেকে বের করে দেশপ্রেমভিত্তিক সুস্থ্য সাংস্কৃতিক চর্চার নেশায় আসক্ত করতে হবে।
গতকাল রোববার সুইহারী মির্জাপুর এনজিও ফোরাম এর হলরুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং রুপান্তর এর সহযোগিতায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি প্রধান আলোচ্যক হিসেবে এ কথাগুলো বলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ, নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। রুপান্তরের বিভাগীয় সমন্বয়কারী কামরুজ্জামান রানার সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক রহমত উল্লাহ রহমত, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নাহার, সহকারী প্রধান শিক্ষিকা কামরুন নাহার প্রমুখ।
তারা তাদের বক্তব্যে বলেন, দিনাজপুর জেলা একটি অসাম্প্রদায়ীক জেলা হিসেবে সারাদেশে পরিচিত ছিলো। অথচ বর্তমানে সেই সম্পর্কে ফাটল ধরেছে। অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে সরকারকেউ অগ্রণী ভূমিকা রাখতে হবে। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন রুপান্তরের ক্যাপাসিটি বিল্ডার্স ফাহমিদা জাহান, জেএসকেএস এর কর্মসূচী সমন্বয়কারী মর্জিনা রুপা, প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যারা সংখ্যায় কম তাদের আমরা সংখ্যালুঘু বলবোনা — ইউএনও রকিবুল হাসান

বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে বিভিন্ন দাবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় রোড শো

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে এতো উন্নয়নের প্লাবন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে এইচ.এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ

ন্যয় বিচার পাওয়ার অর্থে সাংবাদিকদের প্রতি সবচেয়ে আস্থাশীল প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল- -বিচারপতি মো. নিজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসকাউন্সিল

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ প্রশাসকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন