বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিট, সংঘর্ষ ও জখম হয়েছে। এতে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে শামসুজ্জোহা কে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডিমাবাড়ী গ্রামে এ মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শামসুজ্জোহা তার বড় ভাই আব্দুস সোবহান ও হারুন আহত হয়। এরমধ্যে শামসুজ্জোহার মাথায় কোদালের কোপ লেগে গুরুতর কাঁটা জখম ও শরীরের বিভিন্ন স্থানে ফুলাজখম ও রক্তপাত ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার আগে আব্দুস সোবহান ও শামসুজ্জোহা দুই ভাইয়ের মধ্যে আদালতে জমি সংক্রান্ত জেরে মামলা চলছে। তার ওই ধারাবাহিকতার জেরে
গত শনিবার দুপুরে ওই নালিশি জমিতে সোবহান হাল চাষ ও কোদাল পারছিল, ওই সময় শামসুজ্জোহা বাধা দিলে এতে সোহান চড়াও হয় এবং বিতর্কের সৃষ্টি হয় এর একপর্যায়ে শামসুজ্জোহার উপর আক্রমণাত্মকভাবে চরাও হলে মারপিটের সৃষ্টি হয়।
উভয়পক্ষে আহতরা বর্তমানে ঠাকুরগাঁও এবং বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।