পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠে নেমেছে প্রশাসন। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৫টি নাসারীতে অভিযান চালিয়ে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তায়ন কমিটির কর্মকর্তা খালেদ মোশারফ, প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান জানান, অভিযান চলাকালাীন ১ লাখ ১০ হাজার ৩ শ টি ইউক্যালিপটাস ও ৪ হাজার ২শ টি আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়। পরে ক্ষতিগ্রস্থ নার্সারী মালিকদের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে ৪ লক্ষ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।