বুধবার , ২২ জুন ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মজিবুর সভাপতি ও হরিপদ সাধারণ সম্পাদক নির্বাচত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২২, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ৩য় ধাপে উপজেলার ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে আলহাজ্ব মজিবুর রহমান সভাপতি ও হরিপদ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন ২০২২) বীরগঞ্জ উপজেলার ভোগনগর কবিরাজহাট বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ৮নং ভোগনগর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত নুর ইসলাম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু । এসময় পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল,
কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসেইন বিপু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,প্রচার সম্পাদক হরিশ চন্দ্র মিঠু,শ্রম বিষয় সম্পাদক দেবেন কুমার সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল,আওয়ামী যুবলীগের সভাপতি নুয়াইস সাঈদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ২শ ৪৩ ভোটারের মধ্যে ২শ ৩৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মমতাজুল করিম পেয়েছেন ১১১ ভোট। ও সাধারণ সম্পাদক পদে হরিপদ রায় ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫৩ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হরিপুরে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে  ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন অজপাড়ার রণজিৎ, পুরস্কারের অর্ধেক করলেন দান

হাবিপ্রবিতে ট্রাক্টর কাট সেকশন এর উদ্বোধন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মাসুদ রানা

বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সাংবাদিকতার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে ‘ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা সভা

পঞ্চগড়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন