শুক্রবার , ২৪ জুন ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত-৭, আতঙ্কে গ্রামবাসী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৪, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

দিনাজপুর সদরের উলিপুর এলাকায় গত দু’দিনে শিয়ালের আক্রমনে ৭জন আহত হয়েছে। বিশেষ করে রাতের বেলায় এদের আক্রমন আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সন্ধার পর কেউ লাঠি ছাড়া বাড়ীর বাইরে বের হতে পারেন না বলে জানায় স্থনাীয়রা। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা একটি শিয়ালকে আটকে লাঠির আঘাতে মেরে ফেলেছে।
এদিকে, শিয়ালের আক্রমনের বিষয়টি বনবিভাগ জানানো হয়েছে এবং বনবিভাগের একটি টিম আজ শনিবার ওই এলাকায় পরিদর্শনে যাবেন বলে জানান দিনাজপুর সদর বনবীট কর্মকর্তা কামরুল ইসলাম।
দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির উলিপুরের পূনর্ভবা বাধ সংলগ্ন পীরজঙ্গলী কবরস্থান এলাকায় এসব শিয়ালের উপদ্রব বেশী। এখান থেকে দলবেধে এরা আশেপাশে এলাকায় বিচরন করতে দেখেছে এলাকাবাসী।
আউলিয়াপুরের মোসাদ্দেক হোসেন জানান, উলিপুরের পূনভর্বা নদী বাঁধ সংলগ্ন পীরজঙ্গলী কবরস্থানে শিয়ালের আবাস রয়েছে। সেখানে বুধবার ৪ জনকে এবং বৃহস্পতিবার ৩ জনকে আক্রমণ করেছে। অনেক সময় শিয়াল বাড়িতে ঢুকে কামড়ে পালিয়ে যাচ্ছে। আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।
স্থানীয় কৃষক তমিজউদ্দিন জানান, আমার প্রতিবেশি খয়রাত আলীর মেয়ে সুরাইয়া (১৮) কে পায়ে, মরহুম তসলিম উদ্দিনের স্ত্রী আছিয়া বেওয়া (৪০) কে পায়ে, মরহুম গেন্দুর পুত্র মোঃ মস্তাকিম (৩৮) হাতে, মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ আলম (৪২) কে বুকে থাবা দিয়ে আহত করে। তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। সন্ধার পর এরা দলবেধে বিচরন করে। এসময় এলাকার কেউ লাঠি ছাড়া বের হতে পারেন না। গ্রামবাসীরা আতঙ্কে সময় পার করছে। বৃহস্পতিবার তাই বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর সদর বনবীট কর্মকর্তা কামরুল ইসলাম জানান, গ্রামবাসী বিষয়টি জানিয়েছেন। শিয়াল কেন আক্রমন করছে মানুষকে, বিষয়টি নিয়ে আমাদের বণ্যপ্রানী বিশেষজ্ঞদের সাথে কথা বলছি এবং আমরা সরেজমিনে শনিবার ওই এলাকায় যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ আধুনিক পদ্ধতিতে গরুপালন কর্মশালা

এবারই প্রথম রাণীশংকৈলে অনুষ্ঠানিক ভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

ফুলবাড়ীতে ১৫০০ বিঘা জমিতে জলাবদ্ধতা, বছরে ক্ষতি সাড়ে ৭ কোটি টাকা

হরিপুরে সরকারি পুকুর হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

পীরগঞ্জে জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদকে সংবর্ধণা প্রদান

পীরগঞ্জ থানায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন

জাতীয় পার্টিকে ছাড়া কোন দলই ক্ষমতায় যেতে পারবেনা ……পীরগঞ্জে এমপি হাফিজ

দিনাজপুরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার আখতারা বেগম রচিত একক মৌলিক গানের সঙ্গীতানুষ্ঠান হ্দয়ে সুরের স্পন্দন