বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : রবিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে সি আই জি কংগ্রেস ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-প্রাজেক্ট (এনএটিপি-২) এর আওতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামার বাড়ী দিনাজপুর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।
তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখহাসিনার সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ কৃষি নির্ভর দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন খাদ্য শষ্যতে ভরপুর। এ সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ কৃীটনাশক সার ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছেন। অনুষ্ঠানে উদ্বোধক ও উদ্বুদ্ধকরন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।