মহিরুল ইসলাম মারুফ, আটোয়ারী ( পঞ্চগড় )প্রতিনিধিঃ আটোয়াীতে শীত উপহার প্রদান : আটোয়ারীর ধামোর গিরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, স্বেচ্ছাসেবী সংগঠন “নাভানা” এর অর্থায়নে এবং “সংযোগ” এর বাস্তবায়নে দুঃস্থ্য ও অসহায়দের মাঝে শীত উপহার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য এবং শীত উপহার তুলে দেন আফজাল নাজিম ( এজিএম, নাভানা গ্রুপ ) অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানিয় সম্মানিত ব্যক্তি সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জরিত অনেকেই।