বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে যেমন ভাবে পদ্মা সেতু নির্মিত করেছেন তেমনি ভাবে আগামী নির্বাচনে পুনরায় বিজয়ী হবেন শেখ হাসিনা। পদ্মাসেতুর উদ্বোধন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় একই সূত্রে গাঁথা। পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা যেমন অপমানের প্রতিশোধ নিয়েছেন, তেমনি ভাবে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার নেতৃত্বের স্পষ্ট প্রমাণ দেখেছে বিশ্ববাসী।
সোমবার (২৭ জুন ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও চেক বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১৭৫ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়। এসময় প্রাথমিকে ১০০ শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার, মাধ্যমিকে ৫০ জন শিক্ষার্থীকে ৬ হাজার করে মোট ৩ লাখ এবং কলেজে ২৫ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৬০০ করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান।