মুজিববর্ষের আহ্বান ‘লাগাই গাছ বাড়াই বন’ ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরে যুবলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার কেন্দ্রীয় যুবলীগ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর সহযোগিতায় কার্যক্রমের অংশ হিসেবে কাশীপুর উচ্চ বিদ্যালয়ের ৩০০শিক্ষার্থীর মাঝে এসব চারা বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরনকালে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। কাশীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, যুবলীগ নেতা প্রিন্স,রাজা,ইদি আমিন ফ্রান্সিস, আব্দুল কাইয়ুম রায়হানসহ আরো অনেকে।