মিজানুর রহমান, হরিপুর: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারী ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা হলরুমে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম, কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন,জানান, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ৮ শত ৪২ মেট্রিকটন ধান আগামী ১৬ই আগষ্ট পর্যন্ত ধান ক্রয় করা হবে।