পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের চর মাঝিয়ালী গ্রাম। ১৭০টি পরিবারের সহ¯্রাধিক মানুষ বসবাস করে ওই গ্রামে। গ্রামের চারদিক ঘিরে রেখেছে করতোয়া, ধরধরিয়া ও পাথরাজ নদী। শুস্ক মৌসূমে হাটু পানি পেরিয়ে নদী পার হওয়া গেলেও বর্ষায় তাদের নৌকা একমাত্র ভরষা। দুই বছর আগে এলাকার মানুষরা তিন লাখ টাকা চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। গত কয়েকদিন আগের বন্যায় সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান রাতের আধারে ওই বাঁধটি ভেঙ্গে দেন। চলাচলের ব্যবস্থা না করেই হঠাৎ বাঁধ ভেঙ্গে দেয়ায় চরম বিপাকে পড়েছেন চর মাঝিয়ালী গ্রামের সহ¯্রাধিক মানুষ। ওই গ্রামের চারপাশের থাকা গ্রামের মানুষরাও যেতে পারছে না ওই চরে। ফলে উভয় পাশের হাজার হাজার মানুষ সংকটে পড়েছে।
স্থানীয়রা জানান, চারদিকে নদী বেষ্টিত দ্বীপ মাঝিয়ালী গ্রামের বাসিন্দারা প্রতিবারই বর্ষায় পানিবন্দী হয়ে পড়েন। বর্ষায় তাদের চলাচলের কোন পথ না থাকায় নৌকায় চলাচল করতে হয়। গ্রামটির শিক্ষার্থীদের বর্ষায় বিদ্যালয়ে কিংবা কলেজে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। কৃষকরা তাদের জমির উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারেন না। ফলে পুরো বর্ষা জুড়ে তাদের দুর্ভোগ পোহাতে হয়। দিন দিন গ্রামটি করতোয়ার ভাঙ্গনের মুখে পড়ছে। এ থেকে রেহাই পেতে ২০২০ সালে গ্রামের বাসিন্দারা প্রায় ৩ লাখ টাকা চাঁদা তুলে নিজেদের চলাচলের জন্য ধরধরিয়া খালের উৎপত্তিমুখে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধনির্মাণ করেন। করতোয়া নদীর একটি ¯্রােত থেকে উৎপত্তি হওয়া ধরধরিয়া খালের দৈর্ঘ্য প্রায় এক কিলেমিটার। শুধুমাত্র বর্ষাকালে এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়। বাঁধ নির্মানের পর গেল দুই বছর ভালভাবে চলাচল করতে পারলেও ভাঙ্গনের অজুহাতে চলতি বছরের বন্যায় সুন্দরদিঘী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাতের অন্ধকারে বাঁধটি কেটে দেন। ফলে গ্রামের বাসিন্দারা আবারো পানিবন্দী হয়ে দূর্ভোগে পড়েন।
দ্বীপ মাঝিয়ালী গ্রামের রহিমা খাতুন (৬০) জানান, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। চলাচলের ব্যবস্থা না করেই তারা বাঁধটি ভেঙ্গে দিয়েছে। আমরা এখন খুব সমস্যায় আছি।
তবে আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান জানান, দুইশ বছর থেকে ধরধরিয়া নদী প্রবাহিত হচ্ছে। এই নদীতে বাঁধ দেয়ার ফলে এপারের গ্রামগুলো ভাঙ্গনের মুখে পড়েছে। তাই আমি বাঁধটি কেটে দিয়েছি।
এদিকে ধরধরিয়া খালের উপর পুনরায় বাঁধ নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার সুন্দরদিঘী ইউনিয়নের মল্লিকাদহ ধোকরপাটি ও দ্বীপ মাঝিয়ালী গ্রামের বাসিন্দাদের আয়োজনে করতোয়া নদীর পাড়ে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভ‚্ক্তভোগি কয়েকশ’স্থানীয় নারী ও পুরুষ অংশ নেয়। স্থানীয়দের দাবি ধরধরিয়া খালের ওপর ও ভাঙ্গনের মুখে পড়া করতোয়া নদীর পাড়ে বাঁধ নির্মাণ করা হলে আবারও তাদের চলাচলের সুব্যবস্থা হবে।
ইতোমধ্যে স্থানীয় প্রশাসন সরেজমিন ঘুরে দেখেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। তিনি জানান অবৈধভাবে বাঁধ কেটে দেয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।