হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শ্রেণী সমাপনী ও দেওয়ালিকা উম্মোচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে কেক কেটে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শ্রেণী সমাপনী ও দেওয়ালিকা উম্মোচন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
শ্রেণী সমাপনী ও লেওয়ালিকা উম্মোচন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেওয়ালিকা উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক লায়েক হোসেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা মালেকা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোবাশ্বর হোসেন, সহকারী সিনিয়র শিক্ষিকা শামীমা খাতুন, সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম, সারমিন আক্তার, খুসনুর বেগম খুশি, সহকারী শিক্ষক সালমান হোসেন, বেলাল হোসেন ও জাহিদ হোসেন প্রমূখ।