মঙ্গলবার , ১২ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের মূল্য ২০ টাকা !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১২, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রতিজনের নিকট থেকে ২০ টাকা মুল্যের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলীর বিরুদ্ধে৷

সোমবার (১১ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকে তালা বন্ধ৷ বিদ্যালয়ের অফিস কক্ষের পাশেই রয়েছে ছোট্র একটি প্রবেশ পথ৷ টিকিট হাতে বসে আছে এক আনসার সদস্য৷ বিদ্যালয়ে প্রবেশের জন্যে প্রতিজনের নিকট থেকে ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে টিকিট৷

টিকিট বিক্রেতা আনসার সদস্য দর্শন বলেন,চরভিটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী আমাকে টিকিট বিক্রি করতে বলেছেন৷ গতকাল(ঈদের দিন) ২০০ টিকিট বিক্রি করেছি৷ আজ ২০০ থেকে ২৫০ টি টিকিট বিক্রি করেছি৷

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থী আসিকুল ইসলাম আসিক,মরজিনা বলেন, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দৃষ্টি নন্দন একটি বিদ্যালয় তাই আমরা এই বিদ্যালয়ে ঘুরতে এসেছি ৷ কিন্তু বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে ২০ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে যা ন‍্যকারজনক।

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, আমরা ঈদের পরের দিন থেকে তিন দিন স্কুলের পাশের যে জমি আছে সেটি ব্যবহার করি, আমাদের স্কুলের মাঠ ব্যবহারের জন্য স্থানীয়দের কাছ থেকে আমরা ৪০% নেই ৷ ২০ টাকার টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের গেট তালা বন্ধ বাইরে দিয়ে স্কুল মাঠে প্রবেশ করছে দর্শনার্থীরা আপনার যা খুশি লেখেন অফিসের ভিতরে প্রবেশ করতে পারমিশন নিতে হয়। আপনার যা বাহাদুরি করার আছে করেন৷ আপনাকে দেখে নিব আমি৷ আগে থেকেই প্রধান শিক্ষকের অফিসে বসেছিলেন বহিরাগতরা। প্রধান শিক্ষকের সাক্ষাৎকার নেওয়ার একপর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হন প্রধান শিক্ষক এরফান আলী। পরে পিছন থেকে এরফান আলীর ছেলে ও একজন বহিরাগত সংবাদ কর্মীর ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য করে৷ ঝামেলা এড়াতে ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য হয় সিএনএন বাংলা টিভির হরিপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক নূর মোহিম্মদ ৷ ঈদের পরের দিন থেকে তিন দিন টিকিট বিক্রির কথাটি স্বীকার করেন প্রধান শিক্ষক৷ ঈদের দিনই ২০০ টিকিট ২০ টাকা মূল্যে বিক্রি করেন৷ প্রধান শিক্ষকের কথার মাঝে বেরিয়ে আসতে থাকে একের পর এক ভুল৷

হরিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম.এ.এস রবিউল ইসলাম বলেন,সরকারি বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রকার টিকিট বিক্রি করতে পারবে না৷ কি জন্য টিকিট বিক্রি করছে প্রধান শিক্ষকের সাথে কথা বলে দেখি৷

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বহিৃ শিখা আশা বলেন,আমাকে জানিয়েছিল ঈদের দুই দিন লোকজন আসবে কিছু টাকা উঠলে বাচ্চাদের খেলনা গুলো কিনবে৷ খেলনা গুলো ভেঙ্গে গেছে৷ আর বিষয়টা আমি নিজে মনিটর করবো৷

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বলেন,হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)’র সাথে কথা বলে বিষয়টি দেখতেছি৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জে বোরো বীজতলা পরিচর্যা ও আলুর নাবী ধ্বসা রোগ দমনে উঠান বৈঠক

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও এর শুভেচ্ছা বিনিময়

বিরামপুরে প্রিমিযার ক্রিকেট লীগ (বিপিএল)-২৩ সিজন-৭এর উদ্বোধন

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার  অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

কাহারোলে ধানের খড় বিক্রির উদ্দেশ্যে এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে

বোচাগঞ্জে বাজুস এর কমিটি গঠন জয় সভাপতি টুকু সম্পাদক

সহায় মানুষরা যেন কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু