শনিবার , ১৬ জুলাই ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির উদ্দ্যেগে ঈদ পুর্নমিলণী অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির  উদ্দ্যেগে ঈদ পুর্নমিলণী অনুষ্ঠানে ফরিদ হোসেনকে সংবর্ধনা প্রদান

শনিবার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচালিত সংগঠন ১৭নং রেলগেইট সংলগ্ন সদর দিনাজপুরে শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির আয়োজনে আনন্দ মূখর পরিবেশে ঈদ পূর্নমিলণী অনুষ্ঠিত হয়েছে।
সমিতির কার্যালয়ে শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন। আলোচনা সভা শেষে সম্প্রতি সংগঠনের সভাপতি মোঃ ফরিদ হোসেন সরকারী দপ্তরে চাকুরীর সুবাদে ভালো কাজের জন্য শুদ্ধাচার পুরস্কার পাওয়াতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ হতে সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বিশ^াস, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ হতে সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান নান্নু, ৮নং ওয়ার্ড শেখপুরা মহল্লা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রহিমা খাতুন, সাধারণ সম্পাদক মোছাঃ নুর নেহার ৮নং ওয়ার্ড শেখপুরা মহল্লা কমিটির সভাপতি মোঃ মানিক, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ মহল্লা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল, নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যার্ন্ড শাপলা যুব ও ক্রীড়া সংঘ কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক লিয়ন হোসেন দালু, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের পক্ষে দপ্তর সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির পক্ষে ফুল দিয়ে সংবর্ধনা জানায় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এবং শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক সহ সমিতির নেতৃবৃন্দ। সম্মানিত অতিথি ও দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সাল হাবিব সুমন ফুল দিয়ে সংবর্ধনা জানাতে গিয়ে বলেন, মোঃ ফরিদ হোসেন তার নিজ সরকারি কর্মস্থলে শুদ্ধাচার পুরষ্কার পেয়ে এই সমিতির নাম উজ্জ্বল করেছে। এছাড়াও তিনি যে কোনো মানবতার কল্যানে মানুষের উপকার করে আসছেন। সংগঠনের সভাপতি ও দিনাজপুর জেলা ৪র্থ শ্রেনী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন বলেণ, শুদ্ধাচারের যে পুরষ্কার আমি পেয়েছি। তাতে আমার গুরু দায়িত্ব আরোও বেড়ে গেল। ইতিপূর্বে করোনা মহামারির সময় এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দায়িয়েছি এবং তাদের সহযোগিতা করেছি। আপনারা দোয়া করবেন, আমি যাতে মানবতার কল্যানে নিজেকে উৎস্বর্গ করতে পারি।

সর্বশেষ - ঠাকুরগাঁও