ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। ইএসডিও ও এমকেপি’র আয়োজনে দিবসটি পালনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার এপিসি ও প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, শিক্ষাবিদ প্রফুল্ল চন্দ্র রায়, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ, মানবাধিকার কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, সংস্থার টেকনিক্যাল ম্যানেজার শাহিন, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সচিব বিশুরাম মুরমু প্রমুখ।
অপরদিকে মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে বেগম রোকেয়া ও মানবাধিকার দিবস উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় সংস্থার নিজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন, মৌসুমী রহমান, নুরুন নাহার খান, আবু খায়ের, রাকিবা ইয়াসমিন, নাহিদ সুলতানা, সাদেকুল ইসলাম, মাজেদা বেগম ও শিউলী আক্তার প্রমুখ।