পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ভি জি এফ চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ১ হাজার ৩ শত ৮০ জন মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মখলেসুর রহমান, পরিষদের সচিব তাপস কুমার সরকার, সাংবাদিক বিষ্ণুপদ রায়, পরিষদের মহিলা ও পুরুষ সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তি বর্গ।
ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।