রোববার সকাল ১১ টায় ভার্চুয়াল এর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক লিমিটেড দিনাজপুরের ১নং চেহেলগাজী ইউনিয়নে গোপালগঞ্জ বাজার ৩৯তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক লিমিটেড দিনাজপুরের গোপালগঞ্জ বাজার ৩৯তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী।
দিনাজপুর গোপালগঞ্জ বাজার উপশাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মোঃ কাশেম আলী, স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ বাজার উপশাখা ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখা ব্যবস্থাপক আমিরুজ্জামান লাল এছাড়াও এলাকার বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ী ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের গ্রাহক সেবার মাধ্যমে নিয়মিত আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করা হয়।