মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে স্কুলের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদ উদ্ধার, সেনা অভিযানে আটক মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২২, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় জেলা শহরের পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আইয়ূব আলী পালিয়ে গেছেন। মাদক ব্যবসায়ী জাহিদুলের বাড়ি জেলা শহরের কায়েত পাড়া এলাকায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পৌর খালপাড়া এলাকায় একটি বাসা থেকে ইনজেকশন জাতীয় মাদক প্যাথারিন ৪৯ পিছ, বিভিন্ন ব্যান্ডের ২৩টি বাটন ও ৪টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন এবং নগদ টাকা পূর্বক জব্দ করা হয়। পরে আটক মাদক ব্যবসায়ী জাহিদুলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় গত সোমবার রাতে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এতে আটক জাহিদুল, পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরী আইয়ূব আলীসহ তিনজনকে আসামী করা হয়েছে।
গত সোমবার রাতে জেলা শহরের করতোয়া সেতু সংলগ্ন স্কুলের ক্যাম্পাসে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার ও মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, আটক জাহিদুলকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদ উদ্ধারসহ একজনকে আটক করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাঘের শুরুতেই দিনাজপুরে কুয়াশারা সাথে কনকনে ঠান্ডা

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে প্রতিবন্ধীদের সরকারী সেবায় অধিকরতর অন্তর্ভূক্তি বিষয়ে কর্মশাল

পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

আটোয়ারীতে পুলিশ কর্তৃক ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী আটক

কাহারোলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ও কমেছে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

কাহারোলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ও কমেছে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম

এমবিবিএস পরিচয়ে রোগী দেখায় পল্লিচিকিৎসকের জরিমানা

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা  ও আইনের সঠিক প্রয়োগ চাই

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ চাই