বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান সেতাবগঞ্জ আই ভিশন সেন্টার সেতাবগঞ্জ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, বোচাগঞ্জ উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় প্রমুখ ফ্রি চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন। উক্ত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়।