সোমবার , ১৮ জুলাই ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৮, ২০২২ ১০:০২ অপরাহ্ণ

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: দীর্ঘ ৯ বছর পর সোমবার (১৮ জুলাই) সকাল ১১টায় হরিপুর মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমঝোতার মাধ্যমে রাত আটটার দিকে উপজেলার ডাকবাংলোতে কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ঘোষণা করা হয় উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও সাধারণ সম্পাদক এস এম আলমগীরকে।

অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি,উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের
সভাপতি মুহা.সাদেক কুরাইশী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,গেস্ট অব অনার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল,সন্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত