বুধবার , ২০ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২০, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড়কে ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) ৩য় পর্যায়ের ২য় ধাপের এক হাজার ৪১৩টি একক গৃহসহ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে পঞ্চগড় জেলা সদরের সদর ইউনিয়নের মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগিদের সাথে কথা বলবেন এবং পঞ্চগড় জেলাকে প্রথম ভ‚মিহীন ও গৃহহীন জেলা হিসেবে ঘোষণা করবেন। এ উপলক্ষে মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্প প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মাহানপাড়া আশ্রয়ন প্রকল্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নারায়ন চন্দ্র রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড় জেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সর্বমোট চার হাজার ৮৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চিহ্নিত করে প্রতিটি পরিবারের জন্য একক গৃহ নির্মাণ করা হয়েছে। এসকল গৃহে আশ্রয় পাবে ১৫ হাজার ১৫৯ আশ্রয়হীন মানুষ। এসকল পরিবারগুলোতে স্কুলগামী শিশুর সংখ্যা দুই হাজার ৫শ জন। জেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পের ১-৩ কিলোমিটারের মধ্যে রয়েছে স্কুল, হাট-বাজার, স্বাস্থ্যকেন্দ্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন আয়বর্ধক কাজের সুবিধা। সকল পরিবারের পেশাভিত্তিক ডাটাবেইজ জেলা প্রশাসন সংরক্ষণ করেছে। প্রতিটি পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, কবুলিয়ত ও জমির নামজারী সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, একল আশ্রয়ণ প্রকল্পের জন্য প্রায় ৭৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৩৪ কোটি টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় বীরগঞ্জে এক এবং সদর উপজেলায় এক নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

পীরগঞ্জে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

খানসামায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পিকআপ চালক নিহত

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ভোট কারচুপির শঙ্কা বিএনপি প্রার্থীর

খেজুরের গুড় উৎপাদেন ব্যস্ত গাছিরা

সর্ববৃহৎ ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য প্রস্তুতি সভায় বিশেষ ট্রেনেসহ ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অতি দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

বীরগঞ্জে স্টুডেন্টস এসোসিয়েশন অব (এসএবিডি)এর সভাপতি সাদমান ও সাধারণ সম্পাদক ইব্রাহীম

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক