বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারা দেশে ২৬.২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার। সারা দেশের মতো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর,পলাশবাড়ী,শতগ্রাম,পাল্টাপুর,সুজালপুর,নিজপাড়া,মোহাম্মপুর,ভোগনগর,সাতোর,মোহনপুর ও মরিচাসহ ১১টি ইউনিয়নে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জমি ও ঘর হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই -২০২২) সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক আশ্রয়ণ প্রকল্পের-২ এর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে (১ম ধাপে) ২শতক জমিসহ ১৫৫ টি হস্তান্তর করা হয়। এর ধারাবাহিকতায় অবশিষ্ট ৫৫ টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমির দলিলসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিনাত জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি একযোগে হস্তান্তর করেন। উপজেলায় ক শ্রেণির আরও ২১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন করা হবে। ইতিপূর্বে বীরগঞ্জ উপজেলায় ১ম ধাপে ৩৫০ ও ২য় ধাপে ৩৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।