বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ^ জনসংখ্যা দিবসের র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে এডিসি (সার্বিক) দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২১, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ

“৮০০ কোটির পৃথিবীঃ সকলের পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এফপিএবি, মেরিস্টপ ক্লিনিক, ল্যাম্ব হাসপাতালসহ বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় বিশ^ জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর হতে র‌্যালী ও শিশু একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক (সিসি) ডাঃ খাদিজা নাহিদ ইভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (সিসি) ডাঃ রেজাউল ইসলাম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের প্রজেকশনিস্ট অমল কুমার সরকার। বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির গতি যাই হক না কেন প্রতিটি দেশের উচিৎ এখননি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমাদের অর্জন আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু মৃত্যুর হার হ্রাসে এমডিজি অ্যাওয়ার্ড-২০১০ পেয়েছেন। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিশ্রæত লক্ষমাত্রা অর্জন করতে হবে। জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে হবে। মুক্ত আলোচনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক আমান উল্লাহ সরকার, এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম ও সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু।
খানসামায় ৬ শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের ৬ শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও সভাকক্ষে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সীমা নাথ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে আলোকঝাড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আরফান সিরাজ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে আলোকঝাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (অতিরিক্ত দায়িত্ব) সীমা নাথ এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে খামারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী মুক্তা বেগমকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবু মুছা এহসান কিবরিয়ার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুৃদ আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ ইউপি চেয়ারম্যানবৃন্দরা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুর মত কোন ষড়যন্ত্র আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও প্রবাসী সংগঠনের আত্ম প্রকাশ।

ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন পাঁচটি পদে প্রতিদন্দিতা করছে ১৪জন

সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

পুরাতন বই বিক্রেতা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় নবাগত জেলা প্রশাসকের

পঞ্চগড়ে দু’টি সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন

ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি রুপা অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় আটক –১ জন

বীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বৃদ্ধার অভিযোগ