সোমবার , ২৫ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কবি-গীতিকার লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত ‘হারমনি’র মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৫, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

“অসাম্প্রদায়ীক চেতনা মানবাধিকার প্রতিষ্ঠার প্রধান শর্ত” এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে কবি-গীতিকার, লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘হারমনি’ এর মোড়ক উন্মোচন ও তাঁর লেখা গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক লাল মিঞা, বীর মুক্তিযোদ্ধা ও কন্ঠ শিল্পী ফরহাদ আহমেদ, এ্যাডঃ মোঃ শহিদুল ইসলাম শাহিন ও এ্যাডঃ আব্দুর রশিদ। হারমনি বইটির মোড়ক উন্মোচন করেন প্রবীন কবি ফাতেমা বেগম। মোড়ক উন্মোচন শেষে সভাপতির বক্তব্যে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার লেখাজীবী নন, কবিতা জীবীও নন, চেতনাচাষী, মানুষের মনন অগ্রাধিকার মানবিক নৈতিকতার সৌন্দর্য প্রাধান্য পায় তার চিন্তায়, সংকীর্ণ জাতীয়তাবাদে অবিশ^াসী নিবীশ^র চেতনাচাষী, অসাম্প্রদায়ীক মানবতাবাদী মানুষ হিসেবে সাহিত্যাঙ্গণের তিনি প্রাণ পুরুষ। এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার বলেন, আমি চিরদিন অসাম্প্রদায়ীক ও মানবাধিকার রক্ষা করার মন্ত্রে ব্রত হয়ে সাহিত্য চর্চা করি। যাদের নিয়ে কেউ কোনদিন চিন্তা করেনি, আমি তাদের তুলে এনেছি পাঠকদের সামনে। তাঁর লেখা গানপরিবেশন করেন সুরকার ও কন্ঠশিল্পী এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, শফিকুল ইসলাম বকুল, রেখা সাহা, পলাশ দাস, তাজিরুল ইসলাম, রাবেয়া বসরী, অনুপম চক্রবর্তী, শাহানাজ আক্তার, এস.আর. সবুজ, দেদীপ্ত সরকার, নিতাই চন্দ্র রায়, পম্পী সরকার, মিতুন ভট্টাচার্য্য, ডলফিদিশা ও আদরী রায়। মিউজিক সহায়তায় ছিলেন এস.এস মিউজিক ল্যাব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরঞ্জন হিরা, সাবিনা ইয়াসমিন ইতি ও বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী কমল কুজুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তার চাদরে ঘেরা পূরো এলাকা রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

বীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১ আহত – ৯ জন

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্দ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পঞ্চগড়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে ৯ বাংলাদেশীকে আটক বিজিবির অপরদিকে ৪ বাংলাদেশীকে আটক করে বিজিবিকে দিয়েছে বিএসএফ

ঠাকুরগায়ে পিংক জাতের বারোমাসি কাঁঠাল

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত ৫ শিশু হাসপাতালে

বিভিন্ন মহলের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন