“সেবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন”-এই প্রাতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩।
২৩ জুলাই রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ সামছুল আযম, ডিডিএলজি মোঃ মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহানুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ কাদের, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলামসহ দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ সবার আগে সুশাসন, জনসেবায় উন্নয়ন স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
ইউএনও মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিরামপুর
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে সারা দেশের ন্যায জাতীয পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয।
২৩ জুলাই বিরামপুর উপজেলা প্রশাসনের আযােজনে জাতীয পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে বিরামপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে বিরামপুর উপজেলা পরিষদের অডিটরিযামে উপজেলা প্রশাসনের আযােজনে এক আলোচনা সভার আযােজন করা হয। উক্ত আলোচনা সভায বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য ঘোষ অপু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল ইফরান, সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল মন্জুরুল ইসলাম,বিরামপুর থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার। এছাডাও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিরামপুর উপজেলা আওযামীলীগের সাবেক সিনিযর সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, বিরামপুর পৌরসভার প্যানেল মেযর আবুল কালাম আজাদ, বিরামপুর থানার এসআই এরশাদ, উপজেলা যুব উন্নযন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডলসহ অনেকে।
২০১৬ সাল থেকে সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়। দিবসটি সরকারের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।এবার ১২ টি শ্রেণিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে। পদকপ্রাপ্তরা একটি করে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ব্যক্তিগত অবদানের জন্য দুই লাখ এবং দলগত অবদানের জন্য পাঁচ লাখ করে টাকা পাবেন।