র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ২৫০লিটার চোলাই মদ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের শেখপুরা মহারাজার মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ২৩ জুলাই রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের শেখপুরা মহারাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ খোকন হোসেন (২৬), গ্রাম- চর ঘোষপুর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা, এপি- সাং- কালীতলা সরদারপাড়া, থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুর কে ২৫০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ দেশীয় তৈরি চোলাই মদের গোপনে অবৈধভাবে ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।