পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলাম (৮৩) বার্ধক্যজনীত কারণে শুক্রবার রাতে জেলা শহরের মিলগেট এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি আ্যডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম (খায়ের উকিল) এর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর পঞ্চগড় চিনিকল মাঠে নামাজে জানাজা শেষে পুরাতন পঞ্চগড় ওয়াপদা সংলগ্ন গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।