দিনাজপুরের নবাবগঞ্জের কয়েকগ্রামে যত্রতত্র গড়ে উঠেছে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরীর কারখানা। অধিক লাভের আশায় আখের রসের সাথে চিনি ও রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে এই গুড়। আর এইসব সেই গুড় যাচ্ছে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ বিভিন্ন এলাকায়।
রেগুলার মনিটরিং এর আওতায় নবাবগঞ্জের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
গতকাল সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, রেগুলার মনিটরিং এর আওতায় অবৈধ ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং জব্দ করা সব ভেজাল গুড়ের চারি ভেঙ্গে দেয়া হয়েছে।