সৌদী আরবে র্দীঘ ১৬বছরের প্রবাস জীবনে কষ্টার্জিত রোজগারের অর্থের বিনিময়ে দিনাজপুরের কাহারোলে আকতার হোসেনের ক্রয় করা সম্পত্তি ক্ষমতাধররা সন্ত্রাসী লেলিয়ে পেশি শক্তির জোরে জোবর দখলের অপচেষ্টা শুরু করেছে। জমি ও সম্পদ রক্ষায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাই।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জমিজমা সংক্রান্ত বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিনাজপুর কাহারোল উপজেলার বনড়া গ্রামের মৃত পিয়াস উদ্দীনের মো: আকতার হোসেন। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন,আমি কাহারোল উপজেলার বনড়া মৌজার জেএলনং ৮৫ খতিয়ান নং এসএ ৫৭,খারিজ খতিয়ান ২৭৫,২৭৭ দাগ নং ৯২ এর ১ একর ৪৮ শতাংশের মধ্যে ২৪ শতক জমি হিরা লাল রায় এবং ভুবন চন্দ্র রায়ের নিকট ক্রয় করে দোকান,গাডাউন নির্মান করে র্দীঘদিন ধরে ভোগ দখল করে আসছি।
আমাকে জমি থেকে উচ্ছেদের জন্য প্রভাবশালী একজনের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা গত ২৪ জুলাই এবং ২৫ জুলাই/২২ রাতে দু‘দফায় ক্ষমতার দাপট ও তান্ডব চালিয়ে লিটু,গৌরাঙ্গ রায়,সুকুমার রায়,সহিদুল ইসলাম,নজরুল ইসলাম,কৃষনো কান্ত রায়সহ ৩৫/৪০জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দ্বারা আমার ঔষধের দোকান, চা ষ্টোল ও মালামাল রাখার গোডাউন ভাংচুর ও লুটপাট করেছে।
সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, এই হামলা ও ভাংচুরের ঘটনায় তার ১০লক্ষাধিক টাকার অধিক ক্ষতি হয়েছে। হামলার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ সাহায্য চেয়ে ফোন করলে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলা করার পরার্মশ দেন। সেই অনুযায়ী মামলা করলে (মামলা নং ১০ তাং ২৫/০৭/২২) পুলিশ একজন আসামীকে আটকও করেন তবে অল্প সময়ের ব্যবধানেই অদৃশ্য শক্তির ইশারায় তাকে ছেড়ে দেয়। এরপরে আসামীরা বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাননাশসহ নানান রকমের হুমকী ধমকী দিয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলা করেও সুবিচার হতে বঞ্চিত হওয়ার আশংকা এবং জীবন ও সম্পদ রক্ষার সংকটে পড়েছি আমি।
সংবাদ সম্মেলনে স্বস্ত্রীক আকতার হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,এই ঘটনার ন্যায় বিচার, সুষ্ঠ সমাধান ও সমঝোতার লক্ষে স্থানীয় গন্যমান ব্যক্তি,ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিচার শালিশে সমঝোতার অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো সুফল তিনি পাননি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে প্রতিনিয়ত জীবননাশ ও লাশগুমের হুমকি দিচ্ছে। আমার সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থে ক্রয় করা জমি ও সম্পদ রক্ষায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাই।