বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২০, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে ৩৬টি ইভেন্টের উপর বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সোমবার ( ১৮ নভেম্বর) বেলা ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরনিম পারভীন। সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সচিন চন্দ্র ঝাঁ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মোঃ হাসান আলী। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা হিসাব রক্ষণ অফিসার শহিদুল ইসলাম বলেন,শারীরিক শক্তি ও মানসিক চিন্তা- চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা রাখে খেলাধূলা। খেলাধূলা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধূলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধূলার ভূমিকা অনস্বীকার্য। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও