হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রধানন্ত্রীর বিশেষ উপহার ৩০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচী ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিপুর বাজার ও বটতলী মোড়ে সাধারণ জনগণের মাঝে ন্যায্য মূল্যে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন,কার্ডধারীরা যাতে সঠিকভাবে চাল পায় এবিষয়ে ডিলারদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচী ওএমএস এর চাল জনপ্রতি ৩০ টাকা দরে ৫ কেজি করে নিতে পারবেন।